কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডারসহ ২০ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডারসহ ২০ সদস্যকে রাজধানীর হাতিরঝিল ও কদমতলী এলাকা থেকে গ্রেফতার করেছে রেব-৩। টিকাটুলি রেব-৩ এর,কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। বলেন, কিশোর গ্যাং এর সদস্যরা এলাকায় সাধারণ মানুষের মাঝে ভীতির সঞ্চয় করে মূল্যবান সাগ্রমী নিয়ে নিতো। কিশোরগ্যাং এর ৪-৫ জন সদস্য গ্রুপ গুলোকে নিয়ন্ত্রন করেছে।
সস্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আলোচনায় আসে ‘কিশোর গ্যাং’ । তারা মাদক সিন্ডিকেট গড়ে তোলার পাশাপাশি নিরীহ মানুষদের কাছ থেকে অপহরণপূর্বক মুক্তিপণ আদায় করে আসছিলো।
অভিযুক্তদের ধরতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় রেব-৩। হাতিরঝিল ও কদমতলী এলাকা থেকে কিশোর গ্যাংয়ের গ্রুপ লিডারসহ ২০ সদস্যকে গ্রেফতার করা হয়।
এই গ্রপের সন্ত্রাসীরা চাপাতিসহ ধারালো অস্ত্রের মুখে জোরপূর্বক অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখাতো।
রেব বলছে, তাদের নিদিষ্ট কোন পেশা নেই অন্যপেশার আড়ালে সন্ধ্যার পর এসব কিশোর গ্যাংগুলো পরিচালিত হচ্ছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গ্যাজেট ও মোবাইলে বিভিন্ন ভিডিও উদ্ধার করা হয়। ১০ জনের নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতিসহ বেশ কিছু মামলা রয়েছে বলেও জানান রেবে -৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।