কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের সাথে সংঘর্ষে ডুবে গেছে ১২শ’ টন সিমেন্টের কাঁচামালবাহী কার্গো
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বরিশাল নৌ বন্দর এলাকায় কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের সাথে সংঘর্ষে ডুবে গেছে ১২শ’ টন সিমেন্টের কাঁচামালবাহী কার্গো।
গেলো রাতে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চ শাহরুখ-২ কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে নোঙ্গর করে রাখা হয়েছে। তবে এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বরিশাল নৌ বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার। প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌযান শ্রমিক নেতা মো. হাসেম বলেন, চট্টগ্রাম থেকে সিমেন্টের কাঁচামালবাহী কার্গো হাজী মো. দুদুমিয়া-১ এবং যাত্রীবাহী শাহরুখ-২ লঞ্চের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কার্গোটির তলা ফেটে ডুবে যায়। আর যাত্রীবাহী লঞ্চটির সামনের অংশের তলা ফেটে যায়। চালক দ্রুত লঞ্চটি চরকাউয়া পয়েন্টে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। ওই কোম্পানীর লঞ্চ পূবালী-১ যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রাতেই রওয়ানা হয়।