কুকি চীনকে দমনে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত চিরুনী অভিযান: সেনা প্রধান

- আপডেট সময় : ০২:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৯৭৯ বার পড়া হয়েছে
শান্তি আলোচনার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী কুকি চীনকে দমনে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছেন সেনা প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ।
সকালে হেলিকপ্টারে বান্দরবান সেনা নিবাসে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা শেষে এ কথা বলেন তিনি। সেনাপ্রধান আরো বলেন, ইতিমধ্যে কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার ও দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাহাড়ি সন্ত্রাসীদের দমনে সুনির্দিষ্ট রূপরেখাও তৈরি করা হয়েছে। কৌশলগত কারণে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে না। তবে বাংলাদেশের ভূখণ্ডে কোন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের স্থান হবে না বলেও হুঁশিয়ার করেন সেনা প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কেএনএফ সন্ত্রাসীরা অস্ত্র ফেলে সাধারণ মানুষের বেশ ধরেছে। ফলে তাদের চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে। তবে স্থানীয়দের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের সমন্বয় করে সন্ত্রাস দমনে পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানান তিনি।