কুটনীতিকদের প্রটোকল বাতিল চরম দায়িত্বজ্ঞানহীনতা : ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মহলে কূটনীতিতে দেশ একঘরে হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুটনীতিকদের প্রটোকল থেকে পুলিশ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীনতা। ক্ষমতা হারানোর ভয়ে দুঃশ্চিন্তায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে বিষোদগার করছেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ঠিক করতে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে, সংবাদ সম্মেলনে ১৫ দিনব্যাপী কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি। বিদেশি রাষ্ট্রদূতদের প্রোটকল সুবিধা প্রত্যাহার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ত্রিদেশীয় সফরের পর ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির কোনো মাথাব্যাথা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংসদ থেকে বিএনপি এমপিদের পদত্যাগ সঠিক ছিল।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি দেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তাই লড়াইয়ে কোনো বিকল্প নাই।