কুড়িগ্রামে তিস্তাসহ ১৬ নদীর পানি বাড়া-কমার সর্বনাশা খেলা

- আপডেট সময় : ০৫:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৬৭০ বার পড়া হয়েছে
প্রতিবছর বর্ষায় পানি বাড়া-কমার সাথে কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬টি নদ-নদীর দুই পাড়ে শুরু হয় সর্বনাশা ভাঙন। কেউ হারায় ঘর-বাড়ি, কেউ হারায় গাছ-পালাসহ ফসলি জমি। এতে বছরের পর বছর নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে ৪ কিলোমিটার এলাকায় জরুরী ভিত্তিতে বাধের কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
এ বছর তিস্তার ভাঙ্গনে রাজারহাটের গতিয়াশাম, উলিপুরের বজড়াসহ অন্তত ২৫ কিলোমিটার ব্যাপী ২৬টি পয়েন্টে ভাঙ্গন অব্যাহত রয়েছে। বছরের পর বছর এ অবস্থা চলতে থাকলেও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।
ভাঙ্গনে নি:স্ব হওয়া পরিবার গুলো খুঁজে পাচ্ছেন না মাথা গোজার ঠাই। নদী পাড়ারের মানুষদের দিন কাটছে হতাশায়।
ভাঙ্গন রোধে কিছু এলাকায় জরুরী ভিত্তিতে কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
জেলার প্রধান নদ-নদীর ৩০২ কিলোমিটার দৈর্ঘ্য পাড়ের মধ্যে মাত্র ৭৭ কিলোমিটার জুড়ে স্থায়ী কাজ চলমান রয়েছে। আর অরক্ষিত রয়েছে ২৭৫ কিলোমিটার পাড়।