কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে

- আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৭২১ বার পড়া হয়েছে
ব্রহ্মপুত্র নদের পানি ৩টি পয়েন্টে বিপৎসীমার উপরে উঠে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বসতবাড়ী ও রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছেনা বন্যার্ত মানুষ। বন্যা কবলিত এলাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম এখন নৌকা ও ভেলা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসি মানুষ। দুই সপ্তাহ ধরে নিম্মাঞ্চলের ৫৫ ইউনিয়নের- ৪ শতাধিক গ্রামের প্রায় ২লাখ মানুষ পানিবন্দি। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রান তৎপরতা অব্যাহত থাকলেও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় পৌঁছেনি ত্রাণ।
………
বগুড়ায় কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় ১৪ সেন্টিমিটার পানি কমে এখন বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দি, সোনাতলা উপজেলার ১৭ ইউনিয়নের চরাঞ্চল ও নিচু গ্রামগুলো প্লাবিত হয়ে প্রায় ৮০ হাজার মানুষ এখন পানিবন্দি। পানিতে ডুবেছে তিন উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর জমির পাট, রোপা-আমনের বীজতলা, সবজি ক্ষেত। এদিকে, পানি কমলেও দুর্ভোগ কমেনি সিরাজগঞ্জে যমুনা নদী তীরবর্তী বন্যার্ত মানুষের। জেলায় এখনও লক্ষাধিক মানুষ বন্যা কবলিত।