কুমিল্লায় এসএ পরিবহনের অফিসে বিজিবির হানা
- আপডেট সময় : ০৬:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ২০৩০ বার পড়া হয়েছে
কুমিল্লায় এসএ পরিবহনের অফিসে হঠাৎ করে রাতের বেলায় হানা দিয়ে মালামাল নিয়ে গেছে বিজিবির সদস্যরা। মানুষের শ্রমে ঘামে কষ্টার্জিত টাকার বৈধ মালামালকে অবৈধ দাবি করে টাস্ক ফোর্সের নাম করে নিয়ে গেছে কুমিল্লা বিজিবি-১০।
গেলো রাতে কুমিল্লা নগরীর অশোকতলায় এসএ পরিবহনের অফিসে টাস্কফোর্সের নামে অনৈতিকভাবে গোডাউনে ঢুকে বিদেশ থেকে আসা পার্সেল, দেশের বিভিন্ন প্রান্তে যাবে এমন গুরত্বপূর্ন ডকুমেন্টস ও কার্টুন কেটে এবং পা দিয়ে মাড়িয়ে প্যাকেট নষ্ট করে বিজিবির সদস্যরা।
গ্রাহকদের চালানের কপি সংযুক্ত থাকা মালামালও নিয়ে যায় তারা।এতে করে গ্রাহকরা হয়রাণি ও ভোগান্তি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।এ সময় এসএ পরিবহনের কুমিল্লা’র শাখা ব্যবস্থাপক আপত্তি জানালে তাকে ব্যাপক হুমকি ধামকি দেয়া হয়।
সকল পণ্যের চালান থাকার পাশাপাশি বাজারের মুদি দোকানে পাওয়া যায় এমন খাবার দ্রব্য, মনোহরী ও উৎসব সামগ্রী তারা জব্দ দেখিয়ে, বৈধ পণ্যকে অবৈধ সাজিয়ে নিয়ে যায়।
নিয়মানুযায়ী জব্দ তালিকা তৈরি করার কথা থাকলেও পন্যের পরিমান ও আইটেমের বিস্তারিত না লিখে, মনগড়া কাগজে লিখে দিয়ে সটকে পরে বিজিবির সদস্যরা।
শুধু এবারই না, বারবার বিজিবির এমন অপেশাদার আচরণের শিকার হচ্ছে এসএ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনলেও কোন কার্যকরী উদ্যোগ নেয়া হয়নি বলে জানান এস এ পরিবহন কর্তৃপক্ষ। তারা এব্যাপারে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।