কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতের ১৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৬৩০ বার পড়া হয়েছে
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো লাইনচ্যুত হওয়া ৯টি বগির একটিও উদ্ধার করা সম্ভব হয়নি।
বিভাগীয় রেল ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, ভোর পৌনে ৫টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে দূর্ঘটনা কবলিত রেললাইন সাময়িক মেরামতের পর চট্টগ্রামমুখী ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। লাইন মেরামতের পরপরই লাকসাম জংশনে আটকে থাকা ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্য যাত্রা করে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ডাউন লাইনের উপর পড়া বগিগুলো টেনে লাইন থেকে সরানো হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গত রোববার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।