কুমিল্লায় প্রতি কেজি আলু ৫০ টাকা, ক্ষুব্ধ ক্রেতারা
- আপডেট সময় : ০৫:১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
কুমিল্লা নগরে আলুর কেজি ৫০ টাকা। সরকার প্রতিকেজি আলুর দাম সর্বোচ্চ ৩৫ টাকা বেঁধে দিলেও আলু কিনতে হচ্ছে ১৫ টাকা বাড়তি দামে। আড়ৎদার ও কোল্ড স্টোরেজের মালিকরা অহেতুক দাম হাঁকছেন বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। কঠোর নজরদারির আওতায় আনার দাবি ক্রেতাদের।
কুমিল্লা নগরের নিউমার্কেট-রাজগঞ্জ বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এ দামে আলু কিনতে গিয়ে হতাশা ক্ষুব্দ ক্রেতারা। অধিক মুনাফার লোভে সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়েই চলেছেন অসাধু ব্যবসায়ীরা। কোল্ড স্টোরেজের মালিক ধরাছোঁয়ার বাইরে।ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে অভিযোগ ক্রেতাদের।
খুচরা ব্যবসায়ীরা বলছেন- আড়ৎ ও কোল্ড স্টোরেজে মজুদ করায় আলুর দাম বাড়ছে।
এবার ৯ হাজার ৯শ’ ৪৩ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। আলু উৎপাদন হয়েছে ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন।
মূল্য তালিকা না টাঙানো এব বিভিন্ন অনিয়মে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তার প্রভাব দেখা মেলেনি বাজারে।
কৃষকরা আড়ৎদার ও কোল্ড স্টোরেজ মালিকদের কাছে বিক্রি করতে বাধ্য হন।