কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাড়ছে আঙুর চাষ
- আপডেট সময় : ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাড়ছে আঙুর চাষ। জেলার সদর দক্ষিণের বলরামপুরের পর এবার আরও বড় আকারের চাষ হচ্ছে দেবিদ্বার উপজেলায়। দেবিদ্বার উপজেলার দলাহাস গ্রামের মাঠে থোকায় থোকায় ঝুলছে সবুজ আঙুর।
দেবিদ্বার উপজেলার দলাহাস গ্রাম। সড়কের পাশে উঁচু জমি। সেখানে ৬০ শতাংশ জমিতে বাঁশ ও সিমেন্টের পিলার দিয়ে করা হয়েছে মাচা। মাচায় লতানো আঙুর গাছ। হালকা বাতাসে ঝুলছে থোকায় থোকায় সবুজ আঙুর। গাছের পরিচর্যা করছেন উদ্যোমী কৃষক আনোয়ার হোসেন ও তার শ্রমিকরা। ইউটিউব ভিডিও দেখে উৎসাহিত হয়ে শুরু করেন আঙ্গুর চাষ। বিভিন্ন প্রতিবন্ধকতার পর সফল হয়েছেন। প্রথমে কৃষক আনোয়ারের এ উদ্যোগ অবাস্তর মনে হলেও এখন আঙ্গুরের ফলন দেখে বিস্মিত স্থানীয়রা। অনেকে উৎসায়িত হচ্ছেন আঙ্গুর চাষে।
জেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ হচ্ছে। যারা আঙ্গুর চাষে এগিয়ে আসবে, কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবে বলে জানান এ কর্মকর্তা। দেশে বানিজ্যিকভাবে আঙুরের চাষ, স্বাদ ও মিষ্টির পরিমাণ বাড়াতে গবেষকদের গবেষণা প্রয়োজন বলছেন এই খাতের সংশ্লিষ্টরা।