কুমিল্লায় মাদকের রমরমা বাণিজ্য
- আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম পৌরসভাসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে চলছে মাদকের রমরমা বাণিজ্য। ভারত সীমান্তবর্তী হওয়ায় হাত বাড়ালেই মাদকদ্রব্য পাচ্ছেন সেবনকারীরা। প্রতিবাদ করলেই প্রাণ নাশের হুমকিসহ বাড়িঘরে হামলা করে ব্যবসায়িরা। প্রশাসন জানায়, প্রতিদিনই অভিযান চলছে, তবে পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার তাগিদ দেন।
কুমিল্লার সীমান্তবর্তী গ্রামগুলোর অর্ধশতাধিক সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসায় সক্রিয়। বিষয়টি সবার জানা থাকলেও অদৃশ্য শক্তির কারণে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। বরং দিনের পর দিন মাদক চোরাচালান বেড়েই চলেছে। এসএ টিভির হাতে আসা কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কাটাতারের বেড়ার উপর দিয়ে আসছে মাদক। প্রকাশ্যে এসব চলছে। দেখেও যেন কেউ দেখে না।
চৌদ্দগ্রামের প্রায় সব সীমান্ত ইউনিয়নেই মাদকের ছড়াছড়ি। অভিযোগ আছে, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলে এ ব্যবসা। বাধা দিলেই হামলা করা হচ্ছে বাড়িঘরে। বেশ কিছু খুনের ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে সচেতন নাগরীকেরা মনে করেন, মাদকের চাহিদা ও ব্যবসা দুটুই বেড়েছে। প্রশাসনের আন্তরিকতা ও সাধারণ মানুষ সচেতন হলেই এই সমস্যা সমাধান করা সম্ভব।
প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা দাবি করেন, মাদক নির্মূলে কাজ করে যাচ্ছেন তারা। বিভিন্ন সময় অভিযানে পাচারকারীদের আটক ও প্রচুর মাদক জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মাদকের প্রভাবে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিপথে যাচ্ছেন তরুণরা। তাই মাদকমুক্ত দেশ গড়তে সবাই সম্মিলিতভাবে কাজ করবে এমনটাই প্রত্যাশা কুমিল্লা বাসীর।