কুমিল্লার ঘটনায় অনেককেই চিহ্নিত করার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় অনেককেই চিহ্নিত করা গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে ঢাকার রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পরে কুমিল্লায় পূজা মণ্ডপের ঘটনাসহ সম-সাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশের শান্তি বিনষ্ট করতেই মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা করেছে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী।
সচিবালয়ের সম্মেলন কক্ষে পুলিশ, বিজিবি ও রেব প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে।
অন্যদিকে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কুমিল্লায় মন্দিরে হামলা প্রসঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যে কোন গুজবে কান না দিতে সকলের প্রতি আহবান জানান ড. হাছান মাহমুদ।