কুমিল্লার ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কুমিল্লার ঘটনায় জড়িত মূল অভিযুক্তকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে তাকে শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা” সম্পর্কিত জাতীয় কমিটির সভাশেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বর্তমানে দেশের কোথাও কোনো আতঙ্ক নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের পরিবেশও এখন সম্পূর্ণ শান্ত।