কুমিল্লার দেবীদ্বারে করোনা টিকা দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
- আপডেট সময় : ০৬:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কুমিল্লার দেবীদ্বারে করোনা টিকা দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
সকালে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে টিকা দেয়ার সময় কে আগে টিকা দেবে এনিয়ে গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউট ও দুয়ারিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে এসময় অভিযুক্ত ৩ শিক্ষার্থীকে থানায় নেয়া হয়। পরে অভিভাবকদের ডেকে তিনজনকে হাতে তুলে দেয়া হবে।
সাভারে টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভীড় দেখা যায়। ফলে টিকা দিতে হিমশিম খায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা প্রত্যাশীদের লাঠিপেটা করেছে পুলিশ। টিকা নিতে আসা লোকজন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার মানুষ টিকা নিতে আসেন। এসময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অনেকেই। ফলে লাঠিপেটা করে পুলিশ। এসময় পুলিশের পিটুনিতে আহত হন অন্তত ১০ জন।