কুমিল্লায় আগুনে পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কুমিল্লায় আগুনে পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভোর ৪টার দিকে জেলার বুড়িচং উপজেলার ময়নামতির হোসেনপুর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, হোসেনপুর এলাকার একটি দোকানে ভোর রাতে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বসত ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে পুড়ে গেছে দোকান ঘর ও আবাসিকভবনের সব মালামাল ও আসবাবপত্র।