কুমিল্লায় ইসির ভূমিকা প্রমাণ করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ফখরুল
- আপডেট সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কুমিল্লার নির্বাচনে ইসির ভূমিকাই প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, সরকারের পতন ঘটিয়ে ইসি নিয়ে বিএনপি মাথা ঘামাবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদ্মাসেতুর ব্যয় নিয়ে সরকারের সমালোচনা করেন
কুমিল্লায় নির্বাচন কমিশনের প্রসঙ্গ তুলে দলের মহাসচিব বলেন এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে কৃষক দলের আয়োজিত এক স্মরণসভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কুমিল্লা সিটি নির্বাচন ও ইসির অসহায়ত্ব নিয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই।
নয়াপল্টনে খালেদা জিয়া রোগমুক্তির কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিলে বিএনপির আরেক সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেন, সরকার চাইলেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যেতে পারেন।
বিএনপি চেয়ারপাসনকে বিদেশে পাঠাতে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহবান জানান দলের এই নেতা।