কুমিল্লায় এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে কুমিল্লায় আলমগীর হোসেন নামে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।
গেল রাতে জেলার সদর-দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত রুবেল নামে একজনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভারত সীমান্তবর্তী মথুরাপুর গ্রামের বাসিন্দা- ট্রাক্টর চালক আলমগীর হোসেন তার বাড়ির সামনে দিয়ে মাদক পাচারে বিভিন্ন সময় বাধা দিতো। এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় আলমগীরের বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা এসে তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে চলে যায়। আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।