কুমিল্লায় ওয়ার্ড কাউন্সিলরসহ দুইজনকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কুমিল্লায় কার্যালয়ে ঢুকে গুলি করে ওয়ার্ড কাউন্সিলরসহ দুইজনকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে, ময়নাতদন্ত শেষে মরদেহ কাউন্সিলরের বাড়িতে নেয়া হয়েছে। দুপুরে জানাজা শেষে দাফনের কথা রয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নিজ কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছোড়ে। এতে সোহেলসহ আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পাঁচ ঘণ্টা পর কাউন্সিলর ও তার সহযোগী হরিপদের মৃত্যু হয়।