কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মুখোশ উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর হত্যাকান্ডে ব্যবহৃত ৩টি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি ও মুখোশ উদ্ধার করেছে পুলিশ। তবে, কাউকে এখনো আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। এদিকে, এখনো কোন মামলাও হয়নি। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকান্ডের জন্য আধিপত্য ও মাদক ব্যবসায়ীদের দায়ী করছে তাদের পরিবার ও এলাকাবাসী। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তারা।
১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহা জনাকীর্ণ পরিবেশে হত্যার পর কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের সংরাইশ এলাকার একটি পুকুর পাড় থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড, অবিস্ফোরিত ২০টি হাত বোমাসহ দুটি মুখোশ উদ্ধার করেছে পুলিশ।
মাদক ব্যবসায় বাধা ও বিভিন্ন সালিশে ন্যায়বিচারের কারণে স্থানীয় সন্ত্রাসীরা এমন হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করছে নিহতের পরিবার। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে ফাঁসির দাবি জানিয়েছে স্থানীয়রা।
কাউন্সিলর সোহেলসহ দু’জন হত্যাকান্ডের ঘটনায় সন্ত্রাসীদের ধরতে কয়েকটি টিম কাজ করছে বলে জানায় পুলিশ।
সোমবার বিকেলে নিজ কার্যালয়ে মুখোখশধারীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন কাউন্সিলর সৈয়দ সোহেল ও হরিপদ সাহা। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৪জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।