কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলা গোয়েন্দা শাখায় হস্তান্তর
- আপডেট সময় : ০২:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাকে প্রকাশ্যে নিজ কার্যালয়ে গুলি করে হত্যার ঘটনায় মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।
মামলাটি দায়েরের পর থেকে কোতয়ালী থানা পুলিশ তদন্ত করে আসছিল। এদিকে ওই মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ সোমবার বিকেলে এ আদেশ দেন। মামলার এজাহারভুক্ত আসামি মো. আশিকুর রহমান রকি, মো: আলম, জিসান মিয়া ও মাসুমকে আজ থেকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এম তানভির আহমেদ। এ পর্যন্ত মামলায় এজাহার নামীয় পাঁচজন ও সন্দেহভাজন দুইজনসহ ৭জনকে গ্রেফতার করেছে রেব ও পুলিশ। এরই মধ্যে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে নিহত হন মামলার প্রধান আসামি শাহ আলম, সাব্বির হোসেন ও সাজন মিয়া।