কুমিল্লায় বেড়েছে মাদকের বিস্তার, প্রশাসনের তৎপরতা প্রশ্নবিদ্ধ
- আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫১৮ বার পড়া হয়েছে
করোনাকালে মাদকের বিস্তার বেড়েছে কুমিল্লায়। ভারতীয় সীমান্ত দিয়ে ফেনসিডিল, গাঁজা এবং মিয়ানমার থেকে কক্সবাজার হয়ে কুমিল্লা রুট ব্যবহার করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে ইয়াবা। প্রায় প্রতিদিনই আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হচ্ছে মাদক কারবারী। উদ্ধার হচ্ছে মাদকের ছোট-বড় চালান। তবে, উদ্ধারে অগ্রগতি কম থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের তৎপরতা নিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন।
কুমিল্লায় পাচারের সময় প্রতিনিয়ত ধরন পাল্টাচ্ছে মাদক ব্যবসায়ীরা। আইনশৃংখলা বাহিনীর হাতে আটকের পরিমাণ, পাচার হওয়া মাদকের চাইতে অনেক কম দেখা যাচ্ছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা নিয়েও প্রশ্ন তুলেছে সাধারন মানুষ। প্রশাসনে সাথে এ অধিদপ্তরের সমন্বয়হীনতার কথাও বলছেন, কেউ কেউ।
জেলায় জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উদ্ধার করেছে মাত্র ৯০লাখ টাকার মাদক। আর এসব ঘটনায় ১৮৩ মামলায় আটক করা হয়েছে ১৮৪ জনকে। অধিদপ্তরসহ প্রশাসনের নজরদারি বাড়ালে মাদক নিয়ন্ত্রন সম্ভব বলে মনে করেন, অনেকে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন।
প্রতিদিনই মরণ নেশা মাদকের দিকে ঝুঁকছে যুবসমাজ। জেলায় মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যকর ভূমিকা দেখতে চায় সচেতন মহল।