লকডাউনে কৃষি শ্রমিকের তীব্র সংকটে দুশ্চিন্তাগ্রস্থ কুমিল্লার চাষী
- আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় স্মরণকালের বাম্পার ফলনেও হাসি নেই চাষীর মুখে। লকডাউনে কৃষি শ্রমিকের তীব্র সংকটে দুশ্চিন্তাগ্রস্থ তারা। গত বছর লকডাউনে কৃষি বিভাগের সমন্বয়ে অন্য জেলা থেকে কৃষি শ্রমিক আনা হয়েছে। এবার দায়িত্বশীলদের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করছে কৃষক।
কুমিল্লার দিগন্তজোড়া মাঠে এখন পাকা ধানের সমারোহ। ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে কৃষক। মারাই শেষে শুকোতে ব্যস্ত কৃষানিরা। তবে এবার বাস্পার ফলন হলেও, শ্রমিক সংকটে হতাশ কৃষক। চার-পাঁচ’শ টাকা দৈনিক মজুরির শ্রমিক এখন আট থেকে ন’শ টাকায়ও পাওয়া যাচ্ছে না।
পরিযায়ী শ্রকিমরা বলছে, যাতায়াতে স্বাভাবিক সময়ের চেয়ে চারগুন বেশি টাকা লাগছে। থাকা-খাওয়াতেও বাড়তি খরচ হচ্ছে। তাই শ্রমের মূল্য বেশি নিতে হচ্ছে।
জেলায় এক লাখ ৫৯ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই ধান কাটতে প্রয়োজন অন্তত ১০ হাজার পরিযায়ী শ্রমিক। ২৬ এপ্রিল পর্যন্ত শ্রমিক এসেছে মাত্র এক হাজার। উদাসীনতার অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ জানায়, শিগগিরই শ্রমিক সংকট কেটে যাবে।
কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে, জেলায় এবার ছ’লাখ ৩২ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। তবে, খরচ তুলতে ধানের দাম বাড়ানোর দাবি জানিয়েছে কৃষক।