কুমিল্লায় ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহর আয়োজন
- আপডেট সময় : ০৫:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
কুমিল্লায় ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহর আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহের এ কর্মসূচী কুমিল্লাসহ ছয়টি জেলায় পালন করা হচ্ছে। নতুন ভ্যাট আইন বিষয়ে নাগরিকদের জানাতে ও সচেতন করতে এ পদক্ষেপ বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার। আর ডিজিটাল ও সহজ পদ্ধতিতে ভ্যাট দিতে আগ্রহের কথা জানান ব্যবসায়ীরা।
১৯৯১ সালে ভ্যাট ব্যবস্থা চালু হলেও ভ্যাট সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই দেশের বিশাল জনগোষ্ঠীর বড় একটি অংশের। তাই ভ্যাট ওয়ান স্টপ সেবা সপ্তাহের মাধ্যমে সাধারন মানুষকে ভ্যাট সম্পর্কে উদ্বুদ্ধ করা হচ্ছে। দেশের উন্নয়নে সকলে ভ্যাট দিতে এগিয়ে আসা প্রয়োজন বলছেন সাধারন মানুষ।সাধারন মানুষ এখনো মূল্য সংযোজন কর ভ্যাট ও ভ্যাটের ব্যবহার সম্পর্কে অবহিত নয়। তাই মুজিব বর্ষের অঙ্গীকার ইএফডিতে এনবিআর এ শ্লোগানকে প্রান্তিক পর্যায়ে জনপ্রিয় করার জন্য ওয়ান স্টপ সেবা সপ্তাহের আয়োজন বলছেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
ভ্যাট বর্তমানে দেশের সর্ববৃহত কর ব্যবস্থা। দেশ গঠনে ব্যবসায়ী ও সাধারন মানুকে যথাযথ ভ্যাট প্রদানে এগিয়ে আহ্বান জানিয়েছেন সচেতন মহল।