কুমিল্লা এখন উৎসবের নগরী

- আপডেট সময় : ০৮:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কুমিল্লা এখন উৎসবের নগরী। সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার আর মাত্র একদিন বাকি। কাল রাত ১২টার পর প্রার্থীদের প্রচারণা বন্ধ হয়ে যাবে। ভোটের বাকি আর মাত্র দু’দিন। বর্তমান ইসির অধীনে এটিই প্রথম ভোট। প্রার্থীদের শেষ সময়ের প্রচারণায়ও চলছে পাল্টাপাল্টি অভিযোগ।
কুসিক নির্বাচনের বাকী আর দুদিন, প্রার্থীরা প্রচারনা চালাতে পারবেন সোমবার রাত পর্যস্ত। শেষ সময়ে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে প্রচারনার পাশাপাশি অচরন বিধি নিয়ে এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে দিচ্ছেন অভিযোগ।
আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত বলেন, তিনি নির্বাচিত হলে এক বছরের মধ্যে কুমিল্লার সকল দূর্নীতি অনিয়ম বন্ধ করবেন।
অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর দাবি, পরিকল্পিত নগর উন্নয়নে তাকে আবারো নির্বাচিত করতে ভোটারদের প্রতি অনুরোধ জানান।
আরেক সতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ, কুমিল্লা শহরের চিহ্নিত খুনিরা এখন নৌকার প্রার্থীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে। এতে করে সুষ্ঠ ভোট নিয়ে ভোটাররা উৎকন্ঠায় আছে।
সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়।