কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে চলছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারনা
- আপডেট সময় : ১১:০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ১৬০২ বার পড়া হয়েছে
কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রচারণা ততই বাড়ছে। সকাল-সন্ধ্যা পর্যন্ত বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দুই সিটি যেন, নির্বাচনী উৎসব শুরু হয়েছে। এর মাঝে ময়মনসিংহে ঘোড়া প্রতীক প্রার্থী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গেলো রাতে নগরীর বাঁশবাড়ি কলোনীতে গণসংযোগের সময় টেবিল ঘড়ি প্রতীকের সমর্থকরা স্লোগান দিয়ে হামলা চালায়। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
নগরীর কালিবাড়ীতে প্রচারে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন হাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী
এদিকে,আদালত পাড়ায় টেবিল ঘড়ি প্রতীকে প্রচারণায় নামেন সদ্য বিদায়ী মেয়র ইকরামুল হক টিটু। এসময় তিনি বলেন, তার পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া রয়েছে।
সিটির ১২৮ কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ ৯ মার্চ।
কুমিল্লার ১১ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড়, রানীর দিঘিরপাড়ে গণসংযোগ করেন সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতিকের প্রার্থী মনিরুল হক সাক্কু। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে আসতে পারে সেবিষয়ে সচেতন করতে নির্বাচন কমিশনের সহযোগিতা চান তিনি।
থিরাপুকুরপাড়, ইয়াছিন মার্কেটে বাস প্রতিকের প্রার্থী তাহসীন বাহার সূচনা তার প্রচারে বলেন, কেন্দ্রে আসতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় অপেক্ষায় আছেন ভোটাররা।এদিকে, নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন ঘোড়া প্রতিকের নিজাম উদ্দিন কায়সার। ভোটারদের কেন্দ্রে আসার আহব্বান জানিয়ে পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশনকে আহ্বান জানান নূর উর রহমান মাহমুদ।
৭ মার্চ শেষ হবে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের প্রার্থীদের গণসংযোগ।