কুমিল্লা পূজামণ্ডপের অপ্রীতিকর ঘটনার মামলাটি সিআইডিতে স্থানান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কুমিল্লা পূজামণ্ডপের অপ্রীতিকর ঘটনার মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়। অন্যদিকে নানুয়া দীঘির পূজা মণ্ডপ থেকে খোয়া যাওয়া হনুমানের গদাটি উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহাম্মদের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডির একটি যৌথ দল সাত দিনের রিমান্ডে থাকা আসামি ইকবাল হোসেনকে নিয়ে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ে পূজামণ্ডপে হনুমানের হাতের গদা উদ্ধারে বের হয়। ইকবাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, দারোগাবাড়ী মাজারের দক্ষিণ পাশের একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করা হয়।