কুমিল্লা-ময়মনসিংহে ভোটগ্রহণ চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহ সিটি করপোরেশন এবং কুমিল্লা সিটির মেয়র উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। দুই সিটিতেই ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।
ময়মনসিংহে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এপিবিএন, রেব, পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষায় রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্সও। কুমিল্লা সিটির উপ-নির্বাচনে মেয়র পদে চলছে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হচ্ছে ইভিএমে। সিটির এ নির্বাচনে ২৭ ওয়ার্ডে মোট কেন্দ্র সংখ্যা ১০৫টি। মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। জিলা স্কুলের কন্ট্রোল রুম থেকে ভোট কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে।