কুমিল্লা সদর উপজেলায় ডোবা থেকে এক যবুকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
কুমিল্লা সদর উপজেলায় ডোবা থেকে সামিউল ইসলাম নামে এক যবুকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে কালিরবাজার মনশাসন এলাকায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় নিশ্চিত করেছে। জানা যায়, ১১ দিন আগে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সামিউল। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পুলিশ জানায়, মরদেহের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিছিন্ন অবস্থায় রয়েছে।দেহের কিছু অংশ উদ্ধার করা গেলেও এখনো সন্ধান পাওয়া যায়নি মস্তকের।
গাইবান্ধায় এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রতনা বেগম। সকালে গাইবান্ধা সদর উপজেলার মধ্য খোলাহাটি গ্রামে শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়।