মৌলভীবাজারের কুলাউড়ার জঙ্গি আস্তানায়- অপারেশন হিলসাইড
- আপডেট সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিট। সেখান থেকে নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে তিনটি শিশুও রয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক। অভিযান শেষে সিটিটিসির প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য জানান।
কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকা কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি নামক এলাকার একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। সিটিটিসি প্রধান জানান, অভিযানের নাম দেওয়া হয়েছে -অপারেশন হিলসাইট। সাড়ে চার ঘণ্টার অভিযানে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামের নতুন জঙ্গী সংগঠনের প্রধানসহ ১০ জঙ্গিকে আটক করা হয়েছে।তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ শিশু রয়েছে। যাদের নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জানান, অভিযানে তিন কেজি বিস্ফোরক, হাই এক্সক্লোসিভ ৫০টি ডেটোনেটর, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও জঙ্গি প্রশিক্ষণ সামগ্রী ও বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত ৮টার পর থেকে বাইশালী বাড়ি নামক এলাকার টিলার উপর নতুন স্থাপিত বাড়িটি ঘিরে রাখা হয়। ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল এসে অভিযানে অংশ নেয়। তাদের সাহায্য করে মৌলভীবাজার জেলা ও কুলাউড়া থানা পুলিশ।
আসাদুজ্জামান জানান, তথ্য ছিল মৌলভীবাজারের একটি পাহাড়ে আস্তানা গেড়ে নতুন একটি উগ্রবাদী সংগঠন ব্যাপক সংখ্যক লোকদের উগ্রবাদের দীক্ষা দিয়েছে। এরপর ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়, সে ওই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনতে যায়। তাদের হেফাজতে নেওয়ার পর জঙ্গি আস্তানায় তল্লাশি চালানো হয়।