কুষ্টিয়ায় নদী ভাঙ্গন থেকে ৫ মিটার দূরুত্বে বিদ্যালয় ভবন
- আপডেট সময় : ০২:২৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৬৩১ বার পড়া হয়েছে
কুষ্টিয়া কুমারখালীর চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি নদী গর্ভে বিলীন। বর্তমানে নদীতে পানি বৃদ্ধিতে স্কুলে কমেছে শিক্ষার্থী, আতঙ্কিত অভিভাবকরা। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পদ্মার এমন ভাঙ্গনে ধান, বিছালি, গবাদি পশু সরিয়ে নিচ্ছেন এলাকার মানুষ। কিন্তু কুষ্টিয়া কুমারখালী উপজেলার বিস্তীর্ণ চর এলাকার শিশুদের এক মাত্র শিক্ষা প্রতিষ্ঠান চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙন থেকে মাত্র ৫ মিটার দুরে রয়েছে। সেটি সরিয়ে নেয়ার কোনো উপায় নেই। ভাঙ্গনের হুমকিতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমছে, আতঙ্কে আছেন অভিভাবকগণ।
ভাঙন প্রতিরোধে নদীপাড়ে পাকা বাঁধ নির্মাণ বা বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের দাবি জানান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। এত কিছুর পরও ভাঙনরোধে প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
নদী ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এসেছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারার আশঙ্কা রয়েছে। দ্রুত বিদ্যালয়ের আসবাবপত্র নিরাপদ স্থানে স্থানান্তর করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দিয়েছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা।
নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চর এলাকার কোমলমতি শিশুদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এলাকার সচেতন মহলের।