কুষ্টিয়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুইজনের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
কুষ্টিয়া দৌলতপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে লিটন বিশ্বাস ও রাজিব আলী নামের দুই রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে স্থানীয় মোশারফ আলীর বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের কাজ করতে যায় রাজমিস্ত্রী লিটন এবং রাজিব। তারা একসঙ্গেই সেপটিক ট্যাংকের ভেতরে নামে। পরে সেখানেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্যাংক থেকে দু’জনের মরদেহ উদ্ধার করে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।