কুষ্টিয়াতে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত দুইজন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে দুইজন।
সকালে উপজেলার তরুণ মোড় শিপলু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাদারীপুরের শিবচর এলাকার ইনছান ও রমজান। স্থানীয়রা জানান, কুমারখালী থেকে শহরের লালন মাজারের দিকে যাওয়ার পথে ফিলিং স্টেশনের সামনে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে দুইজনেই পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।