কুষ্টিয়ায় আশংকাজনহারে বেড়েছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ
- আপডেট সময় : ০৫:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় আশংকাজনহারে বেড়েই চলেছে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে বিপুল সংখ্যক রোগী। ধারণ ক্ষমতার চেয়ে ছ’গুন বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দেয়া হচ্ছে বারান্দার মেঝেতে রেখে। এতে করে চরম হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সেবিকারা। রয়েছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকাও।
প্রায় দু’সপ্তাহ ধরে কুষ্টিয়ায় করোনা সংক্রমন কমেছে। পাশপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। তবে, হঠাৎ করেই আশংকাজনক হারে বেড়েছে নিউমোনিয়াসহ ঠান্ডজনিত শিশু রোগীর সংখ্যা। সঠিক সময়ে চিকিৎসকের দেখা না পাওয়ার অভিযোগ করছেন স্বজনরা।
২০ বেডের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি আছে ১শ’২৭ জন। নার্স আছে মাত্র ৭ জন। যে কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বলে জানান, সেবিকারা।
আবহাওয়া পরিবর্তনের ফলে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ বড়ছে বলে জানান, চিকিৎসকরা।
সারা বছরই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি থাকে বলে জানান, হাসপাতাল তত্ববধায়ক।
চিকিৎসা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন চায় জেলাবাসী।