কুষ্টিয়ায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়া কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ শ্রমিকের মধ্যে শরিফুল ইসলাম ও জুবায়ের নামের দুই’জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
দুপুর ১টায় কুমারখালী উপজেলার চরসাদিপুর পদ্মা নদীতে ঘটনাস্থল থেকে দেড় কি:মি: ভাটিতে ভেসে উঠা মরদেহ দেখে পাবনা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত মৃত: শরিফুল ইসলাম ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। আর আপর জনের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধারে ডুবুরী দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। দুপুরে ২ জনের লাশ উদ্ধার হলেও এখনও ২ জন নিখোঁজ রয়েছে।