কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙ্গনে প্রায় ৩ শতাধিক ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে
- আপডেট সময় : ০১:৪৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পদ্মা নদীর পাবনার অংশে রূপপুর বিদ্যুত কেন্দ্র স্থাপন হওয়ায় চলছে নদী শাসনের কাজ। ফলে কুষ্টিয়ায় পদ্মা নদীতে নতুন করে ভাঙ্গন শুরু। দুইটি ইউনিয়নের প্রায় ৩ শতাধিক ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সব হারিয়ে দিশেহারা নদীতীরবর্তী কয়েক হাজার মানুষ। ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগ ফেললেও আসছে না কোন কাজে।
পদ্মা নদীর পাবনার অংশে রূপপুর বিদ্যুত কেন্দ্র স্থাপন হওয়ায় চলছে নদী শাসনের কাজ। এতে নদীর গতি পরিবর্তন হয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তাল বাড়িয়া-বহল বাড়িয়ায় নতুন করে ভাঙ্গনে ভেসে গেছে ৩ শতাধিক ঘর-বাড়ী, বাজার, রাস্তা। সব হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ।
এসব অভিযোগ অস্বীকার করে নিয়মেই জিওব্যাগ ফেলা হচ্ছে দাবি এই ঠিকাদার প্রতিনিধির। গত ২০ বছরের ভাঙ্গনে ৯০ ভাগ ফসলি জমি, ঘর-বাড়ী ভেসে গেছে। আর স্থায়ী বাঁধ নির্মাণের দাবী এই জনপ্রতিনিধির। স্থায়ী প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে, জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে ভাঙ্গন কবলিত মানুষেরা।