কুষ্টিয়ায় যুবক হত্যার দায়ে দেবর-ভাবী’র যাবজ্জীবন
- আপডেট সময় : ০৮:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে যুবক হত্যার দায়ে দেবর-ভাবী’র যাবজ্জীবন এবং কুষ্টিয়া মডেল থানার কলেজ ছাত্র আসলান জেলিন হত্যার দায়ে তুষার আহম্মেদ ওরফে কানা তুষার ১০ বছর কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীদ্বয়ের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ জানুয়ারী সন্ধা ৭টায় দৌলতপুর উপজেলার হায়দারের চর গ্রামের নাহারুল ইসলামের ছেলে রনি নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী সোনাইকুন্ডি বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। নিখোঁজের এক সপ্তাহ পর ১ ফেব্রুয়ারী বেলা সাড়ে ৩ টায় উপজেলার ৬ নং চিলমারি ইউনিয়নের উদয়নগরস্থ পদ্মা নদীর চর থেকে নিহত যুবক রনির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের পিতা নাহারুল ইসলাম বাদি হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দৌলতপুর থানার প্রতিবেশী যুবক রনি হত্যা মামলার আসামী সজিব হোসেন ও সীমা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় পেনাল কোড দ:বি ৩০২/১০৯ ধারায় দোষী প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসমীদ্বয়কে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছর সাজার আদেশ দিয়ে কারাগাড়ে প্রেরণ করেন।