কুষ্টিয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে করোনা জীবানুমুক্তকরণ টানেল উদ্বোধন করা হয়েছে
- আপডেট সময় : ০৮:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে করোনা জীবানুমুক্তকরণ টানেল উদ্বোধন করা হয়েছে। আর গাইবান্ধায় ১০টি জায়গায় স্থাপন করা হয়েছে জীবানুনাশক টানেল ।
কুষ্টিয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে করোনা জীবানুমুক্তকরণ টানেল উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের এন এস রোডে করোনা জীবানুমুক্তকরণ টানেল উদ্বোধন করেন ২১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পৌর মেয়র আনোয়ার আলী। ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে জীবানুমুক্তকরণ টানেল নির্মান করা হয়।
করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে গাইবান্ধা পৌরসভার গুরুত্বপূর্ণ দশটি স্থানে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে। সকালে গাইবান্ধা পৌরসভা কার্যালয়ের প্রবেশ পথে টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। শহরে প্রবেশ ও বের হবার সময় সব ব্যক্তি টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে জীবানুমুক্ত হতে পারবে।