কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যার মামলায় ৪ জেএমবি সদস্যের যাবজ্জীবন

- আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমানকে কুপিয়ে হত্যা মামলায় ৪ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। ২০১৬ সালের ২০মে ওই চিকিৎসক এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বটতৈল শিশির মাঠ এলাকায় রোগী দেখতে বের হন। পথে সদর উপজেলার নুমাগাড়ার মোড়ে সানাউর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই কুষ্টিয়া থানায় মামলা করেন।
বগুড়ার সোনাতলায় স্ত্রী সুলতানা রুমাকে গলা টিপে হত্যার দায়ে স্বামী সোবহান আলীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় দেন। ২০১২ সালের ১৮ জানুয়ারি সোবহান তার স্ত্রীকে মারধরের পর গলাটিপে হত্যা করে। এ ব্যাপারে পরদিন সুলতানার মা বাদি হয়ে সোনাতলা থানায় হত্যা মামলা করেন।
ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের শামসুজ্জামান এ সাজা দেন।