কুষ্টিয়া ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত
- আপডেট সময় : ০১:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়া ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তিন’জন নিহত হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় রাশেদুজ্জামান তন্ময় নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া নয়মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য কুষ্টিয়া রেলওয়ে সার্কেলে কনষ্টেবল পদে কর্মরত ছিলেন। মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, মোটরসাইকেল যোগে পুলিশ সদস্য রাশেদুজ্জামান তন্ময় কুষ্টিয়া যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
মাদারীপুরের রাজৈরে বন্ধুদের সাথে মটরসাইকেল যোগে ঘুরতে এসে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে কয়েক বন্ধু মিলে মটরসাইকেল যোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায়। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দিলে মটরসাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সাফিন ও তার বন্ধু সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সাফিন শেখ রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে মারা যায় ও উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে সাফায়েত মারা যায়।