কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড দিয়েছে দুদকের ভ্রাম্যমান আদালত।
সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী ও দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে রফিক উদ্দিন খান জানান, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী এলাকার দুলাল এবং পুর্ব মজমপুর এলাকার মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনিরুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোঃ দুলালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।দণ্ডিতদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।