কুড়িগ্রামে কৃষি পণ্যের বাজারজাতকরনের উপর দিনব্যাপী কর্মশালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের চরাঞ্চলে উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাতকরনের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এমফোরসি প্রকল্প এ কর্মশালার আয়োজন করে। এতে চরাঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করে। সরকার ও এসডিসি’র অর্থায়নে ২০১২ সাল থেকে কুড়িগ্রাম জেলার চরাঞ্চলে বিভিন্ন ফসল উৎপাদন, গরু মোটাতাজাকরণ, ছাগল ও দেশি মুরগী পালনসহ বাজারজাতকরণে কাজ করে আসছে এ প্রকল্পটি। এসময় চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন করণীয় দিক তুলে ধরা হয়।