কুড়িগ্রামে বাজার পর্যবেক্ষণ শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং টিম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে রমজানের বাজার স্থিতিশীল রাখা, ভেজাল, মেয়াদোর্ত্তীন পণ্য বিক্রি না করাসহ দ্রব্যমূল্য তালিকা পর্যবেক্ষণ শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিম।
দুপুরে কুড়িগ্রামের জিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাজার মনিটরিং টিম মেয়াদউর্ত্তীন পণ্য রাখায় মেসার্স খালেক ষ্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করে। এছাড়া কাচাবাজারে মূল্যতালিকা ও ডিজিটাল মেশিন না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।