কুয়েতে আটক সংসদ পাপুল মানবপাচার কার্যক্রমে একাই জড়িত ছিলেন না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কুয়েতে আটক লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুল মানবপাচার কার্যক্রমে একাই জড়িত ছিলেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এটা দুঃখজনক, তবে তার সাথে আরো অনেক পক্ষই রয়ে গেছে যারা এখনো ধরাছোঁয়ার বাইরে। কি কারণে এতো টাকা ঘুষ দিতে হলো, তা তদন্তেই বেরিয়ে আসবে। দুপুরে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। এছাড়া তার আটকের কারণে কুয়েতের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।