কুয়েত সরকারের পদত্যাগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
পার্লামেন্টে বিরোধী দলীয় সদস্যদের বিরোধিতার মুখে পদত্যাগ করেছে কুয়েত সরকার।
কুয়েতের আমীর শেখ সাবাহর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ। তবে তিনি এতে অনুমোদন দেবেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অর্থনৈতিক সংস্কার নিয়ে বিরোধী দলীয় এমপিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে কুয়েত সরকার। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ’র সরকার চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করলো। আগের মন্ত্রিসভার পদত্যাগের পর গত মার্চ মাসে দায়িত্ব নিয়েছিল নতুন সরকার।