কৃষকদের উন্নয়নে ব্যক্তি উদ্যোগে কাজ করার আহ্বান বেনজির আলমের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
কৃষকদের উন্নয়নে ব্যক্তি উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম। ডিজিটাল বাংলাদেশ গঠনে সহায়ক ও ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নির্ভর যুগোপযোগী প্রকল্পের প্রতি জোর দেন তিনি।
“ঠান্ডা-গরম, বন্যা কিংবা জলোচ্ছ্বাস– বাঁচিয়ে দেবে ঠিক সময়ে একটু পূর্বাভাস’ এই প্রতিপাদ্যে জলবায়ু পরিবর্তন কৃষি আবহাওয়া বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষিক্ষেত্রে আবহাওয়া সংক্রান্ত ঝুঁকি মোকাবিলার জন্য সামগ্রিক তথ্যাদি কৃষকের কাছে পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। কৃষিতে সার্বিক উন্নয়নে সব জেলার জন্য ডিজিটাল আউটডোর ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ১৪টি অঞ্চলে ইন্টারনেট সুবিধা নিশ্চিতের মাধ্যমে কৃষি কার্যক্রম ত্বরান্বিত করা হয়েছে। এছাড়া বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরা হয়।