কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা শুরু হলেও বাজারে দামের প্রভাব পড়েনি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনা শুরু হলেও বাজারে দামের প্রভাব পড়েনি। এবার বগুড়ায় প্রায় পৌনে চার লাখ কৃষকের সবাই সরকারি গুদামে ধান দিতে পারছে না। ন্যায্য দাম না পেয়ে হতাশ তারা।
বগুড়ায় আমন ধানের চাষ হয়েছে ১ লাখ ৮২ হাজার হেক্টর জমিতে।উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮৫ হাজার মেট্রিক টন।কৃষি বিভাগের হিসেবে,প্রায় চার লাখ কৃষক এবার আমনের আবাদ করেছে ।তাদের মধ্যে সরকারি গুদামে ১ টন করে ধান দিচ্ছে ২১ হাজার ২৪৮ জন কৃষক।
২৬ টাকা কেজি দরে সরকারি গুদামে ধান কেনা হলেও বাজার মূল্য ১৬ থেকে ১৭ টাকা কেজি।ধানের ভাল দাম না পেয়ে হতাশ কৃষকরা।পর্যায়ক্রমে সব কৃষকের কাছ থেকেই সরকারি গুদামে ধান কেনা হবে জানালেন জেলা খাদ্য কর্মকর্তা। ধান চাষের খরচ পোষাতে কৃষি প্রণোদনা আর ধান কেনার লক্ষ্যমাত্রা বাড়ানোর দাবি এ অঞ্চলের কৃষকদের।