সরকারি কর্মকান্ডে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সরকারি কর্মকান্ডে ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি স্থানীয় সরকারের অধীনে সব প্রতিষ্ঠানকে ব্যয় এর অর্থসংস্থানে আত্মনির্ভরশীল হবারও পরামর্শ দেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এ নির্দেশ দেন তিনি । সারাদেশের কৃষকদের অর্ধেক দামে যন্ত্রপাতি দিতে তিন হাজার ২০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্তও নেয়া হয় একনেকে।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় এ একনেক সভায় , ১০ হাজার ১০২ কোটি তিন লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। যার সিংহভাগ দেবে সরকার আর বাকিটা বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন।পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, সিটি কর্পোরেশনগুলোসহ স্থানীয় সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে আত্মনির্ভরশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কৃষি যান্ত্রিকীকরণে তিন হাজার ২০ কোটি ছয় লাখ ৮৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। পরিকল্পনামন্ত্রী বলেন, উৎপাদন খরচ কমিয়ে উৎপাদন বাড়ানোর উদ্যোগ হিসেবে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, চট্টগ্রাম ও রংপুরের প্রত্যন্ত এলাকায় বিদ্যুত বিতরনসহ মোট ৮ টি প্রকলম অনুমোদন পায়।