কৃষকের সোনালী ফসল রক্ষায় ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ
- আপডেট সময় : ০৬:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ১৫৯১ বার পড়া হয়েছে
করোনা দুর্যোগে চলতি মৌসুমের কৃষকের সোনালী ফসল রক্ষায় ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা যুদ্ধে কৃষকদের ফসল রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। অন্যদিকে, স্বাস্থ্যবিধি মেনে হাওড় অঞ্চলে ধানকাটার জন্য শ্রমিক পাঠিয়েছে বাগেরহাট ও গাইবান্ধা জেলা পুলিশ।
গোপালগঞ্জে করোনা কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটার শ্রমিক সংকটে দুশ্চিন্তায় পড়ে কৃষক। এই সংকটে কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগ। সকালে সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্যার নেতৃত্বে ২০ সদস্যের একটি দল সদর উপজেলার করপাড়া গ্রামের মিজান মোল্লার জমির ধান কাটে । অপরদিকে, ছাত্রলীগের সাধারন সম্পাদক রনি হোসেন কালুর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল অম্বরেশ ঢালী ও মারুফ মোল্লা নামে দুই কৃষকের ১ বিঘা জমির ধান কেটে দেয়। এছাড়া, কোটালীপাড়া উপজেলায় সদস্যদের সাথে নিয়ে কলাবাড়ী ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা রামনগর বিলের অধীর বাড়ৈর দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন।
সুনামগঞ্জের ডাকুয়ার হাওরে দরিদ্র কৃষকের বোরো ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুরে সদর উপজেলার কাঠইর গ্রামের কৃষক আমিনুল হকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
কুমিল্লার দেবীদ্বারে কৃষকের ধান কেটে মাড়াই শেষে কৃষকের বাড়িতে পৌছে দিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ।বাগেরহাট ধান কাটার মৌসুমে যখন চাষী ও মহাজনরা শ্রমিক সংকটে চিন্তিত,সেই মুহূর্তে বাগেরহাট পুলিশের সহায়তায় দুই শতাধিক ধান কাটার শ্রমিক পাঠানো হয়েছে।
সাভারে এবার কৃষকের ধান কেটে দিলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সকালে সাভারের হেমায়েতপুরের পূবহাটি গ্রামে ইউপি সদস্যদের সাথে নিয়ে ধান কাটা শুরু করেন তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
সময়মতো ধান ঘরে তোলার জন্য গাইবান্ধা থেকে আজও নওগার আত্রাই এ কৃষি শ্রমিক পাঠানো হয়েছে। সকালে বেসরকারি সংস্থা এসডিআরএস’র উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ৭৫ জন শ্রমিক নিয়ে দু’টি বাস নওগার আত্রাইয়ের উদ্দেশ্যের রওনা দেয়।