কৃষিজমি নষ্ট করে যেখানে সেখানে শিল্প-কারখানা গড়া যাবে না : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
কৃষিজমি নষ্ট করে আর যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তোলা যাবে না বলে, সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এখন আর হাওয়া ভবনে পাওনা বোঝাতে হয় না.. এমন মন্তব্য করে দেশের নিম্ন আয়ের মানুষের কল্যাণে শিল্পপতিদের এগিয়ে আসারও আহ্বান জানান সরকার প্রধান। আর রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজার দখলে যুবক এবং নারী উদ্যোক্তদের দৃষ্টি দেবার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা।
দেশ গড়তে শ্রমজীবী মানুষের প্রতি বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বান এবং ১০০টি শিল্পাঞ্চল গড়ে তুলতে বঙ্গবন্ধু-কন্যার প্রত্যয় তুলে ধরার মধ্য দিয়ে শুরু হয় অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠানের অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী।
যেখানে রয়েছে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে অবস্থিত ৪টি বাণিজ্যিক কারখানা এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের আটটি কারখানাসহ বেজার ৫০টি শিল্প ও অবকাঠামো নির্মাণের গুরুত্বপূর্ণ তথ্য।
অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় চট্টগ্রামের মীরসরাই, সিলেটের মৌলভী বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কর্মকর্তা ও স্থানীয় জনগণ যুক্ত হন এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে।
আনুষ্ঠানিক বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক মন্দার মাঝে সরকারের এই উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার মাইলফলক হয়ে টিকে থাকবে।
কৃষি জমি নষ্ট করে শিল্প কারখানা গড়ে তোলার বিষয়ে হুশিয়ারিও দেন সরকার প্রধান।
স্বাবলম্বী হতে অভ্যন্তরীণ বাজারের প্রতি দৃষ্টি দিতে যুবক ও নারী উদ্যোক্তাদের প্রতি আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা।
হাওয়া ভবনের চাঁদাবাজির কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের মানুষের কল্যাণে শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।
সবশেষে বাংলাদেশের ভৌগলিক অবস্থানের সুবিধা গ্রহণে বিদেশী বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে ৫০টি শিল্প ও অবকাঠামোর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।