কৃষি নির্ভর গাইবান্ধায় একটি মাত্র কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
জমি চাষ, সেচ আর বোরো ধানের চারা রোপনে ব্যস্ত ঝিনাদহের কৃষক। সেই সাথে জমির বুক থেকে খাবার সংগ্রহে মেতেছে বাংলার পাখি সাদা বক। এ যেন কৃষকের সাথে বকের এক অনন্য মিতালী।
প্রতিবছর শীতে ঝিনাইদহে ফসলের মাঠে মাঠে সাদা বক বেশি দেখা যায়। কৃষকরা উপকারী এই বকের কোন ক্ষতি করে না। সকাল-সন্ধ্যা বকের মাঠে দেখা গেলেও সন্ধ্যায় হারিয়ে যায় এই পাখি।
জেলার সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের এই মাঠে শুভ্রতা ছড়ানো সাদা বক দলবেঁধে সংগ্রহ করছে খাবার। জমি চাষের সময় কৃষকের পিছু পিছু উড়ে উড়ে খাচ্ছে কেঁচোসহ মাটির বিভিন্ন পোকমাকড়। দিগন্ত বিস্তৃত মাঠের সৌন্দর্য বাড়িয়ে তুলছে সাদা বকের দল। এ যেন কৃষকের সাথে বকের মিতালী।
প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী বকের শিকার বন্ধে প্রশাসনের সতর্ক থাকার আহ্বান পরিবেশবাদীদের।